শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঘরে ফেরা শ্রমিকদের ট্রেনভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

অন্যান্য রাজ্য থেকে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের ট্রেনের সব ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার (১৬ মে) রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মমতা লিখেছেন, ‘আমি নিশ্চিত করছি, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গগামী সব ট্রেনের পুরো ভাড়া মেটাবে রাজ্য সরকার। এজন্য যাত্রীদের কাছ থেকে কোনও ভাড়া না নেয়ার আবেদন করা হচ্ছে।’

টুইটারেও এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘প্রবাসী শ্রমিকরা যে কষ্ট সহ্য করছেন, এজন্য তাদের সালাম। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা সব বিশেষ ট্রেনের পুরো ভাড়া রাজ্য সরকার বহন করবে। কোনও যাত্রীকে একপয়সাও ভাড়া দিতে হবে না।’

ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে তৃণমূল সরকার। বিরোধীদের অভিযোগ, প্রায় দেড় মাস লকডাউনের পর কেন্দ্রীয় সরকার যখন বিশেষ ট্রেনে শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিয়েছে,তখন পশ্চিমবঙ্গ চুপ রয়েছে।

শুক্রবার এ নিয়ে অসহযোগিতার অভিযোগও তুলেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তার দাবি, অন্য রাজ্যগুলো বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিলেও তা করছে না পশ্চিমবঙ্গ সরকার। উত্তরপ্রদেশে যখন ৩০০ ট্রেনে অভিবাসী শ্রমিকদের নিয়ে গেছে ,তখন পশ্চিমবঙ্গে পৌঁছেছে মাত্র ২-৩টি। তবে পশ্চিমবঙ্গ সরকারের দাবি, অভিবাসী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে তারা। সূত্র-হিন্দুস্তান টাইমস।

জনপ্রিয়