রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঘর থেকে বেরিয়েই পেলেন স্বামীর লাশ

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
নাটোর সদর উপজেলার সিংহ পূর্বপাড়া গ্রামে ওমর ফারুক মিঠু নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর ফারুক সিঙ্গারদহো পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা মিঠুর স্ত্রীকে ডাক দেয়। এসময় মিঠুর স্ত্রী বাড়ির বাইরে বের হয়েই স্বামীর লাশ পান। তবে এ সময় তিনি কাউকে ঘটনাস্থলে দেখতে পাননি। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা বলেই মনে হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়া সম্ভব হবে।

জনপ্রিয়