বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডবে আরব সাগরে জাহাজ ডুবি

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুম্বাইসহ দেশটির বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এদিকে আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়টির তাণ্ডবে সেখানে একটি জাহাজ ডুবে গেছে। সামাজিক যোগাযোগ ভাইরাল সেই ভিডিও।

বুধবার (০৩ জুন) দুপুরে প্রবল বেগে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ে নিসর্গ। এর ফলে মুম্বাই ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। প্রায় এক শতাব্দীরও বেশি সময় পর মুম্বাই সংলগ্ন এলাকায় কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলো।

এরইমধ্যে থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সমুদ্রের কাছে এবং উপকূলবর্তী এলাকায় যাতায়াতের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে নিসর্গের কারণে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা, ওই সময়ে কোনো বিমান ওঠা-নামা নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের এনডিআরএফ (জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী) এর শীর্ষ কর্তা এসএন প্রধান টুইটে লেখেন যে, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের কাছে বুধবার দুপুরেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। পূর্বাভাস অনুযায়ীই মহারাষ্ট্রের রায়গড় জেলায় আলিবাগের কাছে ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ।

তিনি কয়েকটি ভিডিও ক্লিপও পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। গাছগুলো অসম্ভব রকম দুলছে।

প্রায় ৬ ফুট উচ্চতার ঢেউ দেখা গেছে কোথাও কোথাও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, মহারাষ্ট্রের নিচু এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে সমুদ্রের জল।

মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৩টি দল নামানো হয়েছে। সূত্র-কলকাতা ২৪, এনডিটিভি।

জনপ্রিয়