শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

‘ঘৃণার সুনামি’ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাস মহামারির কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (০৮ মে) এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ মহামারি জাতিবিদ্বেষ, আতঙ্ক ও ঘৃণার সুনামি সৃষ্টি করেছে। অনলাইনে বিদেশিবিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে, রাস্তায় রাস্তায় অভিবাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মুসলিম-বিদ্বেষী হামলা বাড়ছে।

গুতেরেস বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘ভাইরাসের উৎস’ বলে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে।

সংবাদিক, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমুলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ প্রধান আরও বলেন, আমি প্রত্যেককে ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে মূল্যবোধের শিক্ষা দিন, প্রতিটি সুযোগ গ্রহণ করুন ও ভালোবাসা ছড়িয়ে দিন।

এছাড়া গুতেরেস সামাজিক গণমাধ্যমগুলোকে বর্ণবাদী, ঘৃণাত্মক ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টগুলো নিজেদের সাইট থেকে মুছে ফেলার পরামর্শ দেন।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৯ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ২ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৬১ হাজার জন।

জনপ্রিয়