অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ২০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৯৭ জনে। মঙ্গলবার (০২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ৬২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এরমধ্যে চট্টগ্রামের ২০৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১১৯ জন নগরীর, ৪৯ জন পটিয়ার, ১২ জন বাঁশখালীর, ১০ জন হাটহাজারীর, আটজন ফটিকছড়ির, তিনজন করে সীতাকুণ্ড ও রাউজানের, একজন করে লোহাগাড়া ও মিরসরাইয়ের বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন, মৃত্যু হয়েছে ৭৭ জনের।