তথ্য-প্রযুক্তি ডেস্ক।।
ছোট-বড়, পূর্ণ বা অর্ধেক যাই হোক না কেন, চাঁদ উঠলে সবাই দেখতে পায়। কিন্তু সেটা যদি সুপারমুন হয়, তাহলে তো কথাই নেই! আনন্দের কথা এই যে, আগামী ৭ জুন আকাশে দেখা মিলবে সুপারমুনের।
সুপারমুনের আগে চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগামী ৫ জুন পৃথিবীর হালকা ছায়া পড়বে চাঁদের ওপর। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। দেখা যাবে ১২টা ৫৪ মিনিটে। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত।
পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে; তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।
অন্যদিকে সুপারমুন প্রসঙ্গে অ্যাস্ট্রোনমার গ্রেগ ব্রাউন বলেন, পৃথিবীর চারপাশে চাঁদ যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা। তাই হিসেব মতো চাঁদ কখনও পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়, আবার কাছেও চলে আসে। সমান দূরত্ব দিয়ে ঘোরে না। যখন কাছে চলে আসে তখনই হয় সুপারমুন।