চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে মোঃ হানিফের ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) রাতে স্ত্রী রোজিনাকে (৩৫) পিটিয়ে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন গলায় রশি লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ ওঠেছে।
এমন খবরে ১৯ মে রাত সাড়ে ৮ টায় চরফ্যাশন থানা পুলিশ রোজিনার লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী রফিকুল ইসলামকে আটক করে থানা পুলিশ। তবে কি কারণে রোজিনাকে হত্যা করা হয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারেননি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আরেফিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে।