চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর চরফ্যাশন(দক্ষিণ)প্রতিনিধি এম আমির হোসেনকে হুমকী দিয়েছেন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার। তারা সরকারি খাস জমিতে ফাউন্ডেশন নিয়ে ঘর উত্তোলন করেন এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১০ জুন) আছরবাদ সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ, সাভেয়ার নিয়ে ঘটনা স্থলে গেলে ওই সময় সাংবাদিক আমির হোসেন ও প্রেস ক্লাবের সদস্য মাহবুর রহমান উপস্থিত ছিলেন।
এই সময় রিয়াজ সিকদার প্রকাশ্যে সাংবাদিক আমির হোসেন নাম উল্লেখ করে হুমকী প্রদান করেন। এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি‘র উপস্থিথিতে মারমুখি হয়ে উঠেন। স্থায়ীরা তাকে বারবার থামাতে চেষ্টা করেন। এই বিষয় আমির হোসেন বাদী হয়ে চরফ্যাশন থানা একাটি অভিযোগ দাখিল করেন।