রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

চরফ্যাশনে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার গাড়ির চাবি হস্তান্তর

Facebook
Twitter

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা ১০০শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শুভন কুমার বসাকের কাছে সরকারী দেয়া গাড়ির চাবি হস্তান্তর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। শুক্রবার (২৯ মে) সকালে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে দেয়ার এই গাড়িটির চাবি হস্তান্তর করা হয়।

এই সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, সরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিকে গাড়ি দেয়ার পর এবার স্বাস্থ্য কর্মকর্তাদেরকে গাড়ি দেয়ার ব্যবস্থা করেছেন। এটি সরকারের নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। অনেক সময় তাদের জরুরী রোগি দেখা শুনা ভোলা-বরিশাল সভা সেমিনারে যেতে হলে অন্যের উপর ভর করতে হয় স্বাস্থ্য কর্মকর্তাদেরকে। এতে জরুরী সময় নষ্ট হয়। এবং চিকিৎসা সেবা ব্যহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সরকার উপজেলা লেভেলে এই স্বাস্থ্য কর্মকর্তাদেরকে গাড়ি দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী তথা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ, আরএমও হুমায়ুন কবিরসহ কর্মরত সকল ডাক্তারগন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়