সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
বিনোদন ডেস্ক।।
চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা ও সেন্সর বোর্ডের সদস্য রানা হামিদ মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(০৯ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এক সময় তিনি বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।
রোববার (১০ মে) নেত্রকোনায় জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।
রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।