রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

চাইলে কেউ মার্কেট নাও খুলতে পারেন: বাণিজ্যমন্ত্রী

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে বড় দুটি শপিং মল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) না খোলার সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবেন না। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তো কোনও জোরাজুরি নেই। তবে যারা খুলবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমন শর্তেই বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনে আগামী (১০ মে) রবিবার থেকে মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়েছে। কেউ চাইলে নাও খুলতে পারেন।’

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

গণপরিবহন বন্ধ রয়েছে, এ অবস্থায় ক্রেতারা মার্কেটে আসবেন কীভাবে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যিনি যে এলাকার বাসিন্দা তিনি সেই এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। এজন্য গণপরিবহনের খুব বেশি প্রয়োজন হবে না।’

জনপ্রিয়