সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
বিনোদন ডেস্ক।।
কভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গের সব সিরিয়াল ও সিনেমার শুটিং বন্ধ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সে উত্তর প্রায় কেউ জানে না।
জি নিউজ জানায়, এরই মাঝে বেশ কয়েকটি বাংলা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে। আচমকা এমন খবরে অনেক কলাকুশলীই ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে।
শোনা যাচ্ছে, নিশির ডাক, মঙ্গলচণ্ডী, কনককাঁকন ও চিরদিনই আমি যে তোমার— এই ৪টি বাংলা ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল। পরিবর্তে অন্য কিছু হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
চলতি সিরিয়াল বন্ধ করে দেওয়ার এমন সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ, মানালি দে’সহ আরও অনেক শিল্পী।
তাদের মতে, এই চারটি ধারাবাহিকের সঙ্গে টলিপাড়ার বহু কলাকুশলীর রুজি-রুটি জড়িয়ে রয়েছে। আচমকা এমন সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ কী হবে?
এ দিকে লকডাউনের পর থেকে কলকাতার চ্যানেলগুলো অনুষ্ঠান সংকটে ভুগছে। বর্তমানে পুরোনো জনপ্রিয় অনুষ্ঠান প্রচারে মনোযোগ তাদের।