আন্তর্জাতিক ডেস্ক।।
চীনে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৭ আক্রান্ত হয়েছে। এর আগের দিন রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে ৭ জন বাইরে থেকে আসা। এছাড়া ৫ জন উহানের। গত বছরের ডিসেম্বরে উহান থেকেই সর্বপ্রথম করোনার আবির্ভাব ঘটে।
সংক্রমণ বাড়ায় দেশটির শুলান শহরে ইতিমধ্যে লকডাউন দেয়া হয়েছে। শহরটিতে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ। তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী।
চীন সরকার এই শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯১৮ জন। মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ১৪৪ জন।