সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব চুনারুঘাট ও মাধবপুরের ৪২ জন সাংবাদিককে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছেন।
রাজীব সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান আব্দুল হাইয়ের পুত্র। তিনি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের বাসিন্দা।
রোববার রাজীব চুনারুঘাটে কর্মরত ২০ জন এবং মাধবপুরের কর্মরত ২২ জন সাংবাদিককে পিপিই সরবরাহ করেন।
রাজীব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা ঝুঁকি নিয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করেন। সবারই প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, শুধু করোনাভাইরাস কেন, যে কোনো দুর্যোগের সময় আমি জনগণের পাশে আছি। মানব সেবায় আমার জীবনকে উৎসর্গ করতে চাই।