বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ছাগল ও পেঁপে গাছে করোনা পাওয়া গেছে তানজানিয়ায়!

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
বিদেশ থেকে করোনা পরীক্ষার কিট আমদানি করেছিল তানজানিয়া। সেগুলো কার্যকর কি-না তা যাচাই করতে ছাগল ও পেঁপে গাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। এতে ফলাফল আসে কোভিড-১৯ পজিটিভ! তাই কিটের ব্যবহার বাতিল ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি।

করোনা পরীক্ষার কিটে ‘প্রযুক্তিগত ত্রুটি’ আছে বলে জন মাগুফুলি এর ব্যবহার বাতিল করে দিয়েছেন। এছাড়াও করোনার প্রাদুর্ভাব নিয়ে তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার সরকারের বিরুদ্ধে। তিনি করোনা চিকিৎসার পরিবর্তে প্রার্থনা করার আহবান জানিয়েছিলেন নাগরিকদের। খবর রয়টার্স

উত্তর-পূর্ব তানজানিয়ার শহর চাতোতে এক অনুষ্ঠানে মাগুফুলি জানান, কিটের মান যাচাই করতে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। তারা পেঁপে গাছ, একটি ছাগল ও একটি ভেড়ার কাছ থেকে নমুনা সংগ্রহ করেছিল। তবে গবেষণাগারের কর্মীদের বলা হয়েছিল সেগুলো মানুষের নমুনা। পরীক্ষায় ছাগল ও পেঁপে গাছে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

তানজানিয়ার প্রেসিডেন্টের মতে, কেউ করোনায় আক্রান্ত না হলেও এই কিট দিয়ে পরীক্ষা করলে তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসবে। তাই কিট ব্যবহার করে করোনা পরীক্ষা করানোর কোনো প্রয়োজন নেই!

কোন দেশ থেকে আমদানি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তানজানিয়ার সরকার।

জনপ্রিয়