সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে শহরের তাতিকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড ফাকাঁ গুলি ছোঁড়া হয়েছে বলে স্থানীরা জানিয়েছেন। দফায়-দফায় সংঘর্ষে গোটা এলাকা রনক্ষেত্রে পরিনত হয় । এসময় আশপাশের কয়েকটি পাড়ার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আতাই মিয়া ও সুরুজ আলীর মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আগেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্ত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত লাভলু মিয়া, নিকসন, শিমুল, জলাল উদ্দিন, মাহফুজ বাবলু, ফয়সল, আজিজুর রহমান, কুতুব আলী, কছির মিয়া, আঞ্জব আলী, মনসুর আলী, আইন উদ্দিন, জইন উদ্দিন,আলিম উদ্দিন ও সাদক আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও অজিত দাস, তাজ উদ্দিন, মারুফা বেগম, আলী হোসেন, সামছুদ্দিন, সাবুল, এমরান, মালেক, কেতাবানু, রাজিয়া আক্তার, আইয়ূব আলী, সাঞ্জুব আলী, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, আনার উদ্দিন, খুরশেদা আক্তার, আলমগীর, গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন, আল আমিন, জীবন দেবসহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে চিকিৎসা দেয়া দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।