সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে হোমিওপ্যাথি ঔষধ বিনামুল্যে বিতরণ করা হয়েছে। শনিবার (০৬ জুন) ছাতক থানার ওসি মোস্তফা কামালের পক্ষে এস আই মিসেস লিমা বেগমের নিকট হোমিওপ্যাথি ঔষধ হস্তান্তর করা হয়।
ঔষধ হস্তান্তর করেন হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল ‘র প্রভাষক ডাঃ মুহাম্মদ সাজ্জাদুর রাহমান।
এসময় উপস্থিত ছিলেন, হ্যানিম্যান হোমিওপ্যাথিক সোসাইটির সিলেট জেলা কলেজ শাখার সদস্য নিরঞ্জন দেবনাথ (শশী), কলেজ শাখার হ্যানিম্যান হোমিওপ্যাথিক ছাত্র সংগটনের সহ প্রচার সম্পাদক- বিলাল হোসেন, ছাত্র সংগঠনের সদস্য, আবু সুফিয়ান, সহ-সহিত্য সম্পাদক আইনুল হক প্রমুখ।