রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ছাতকে নির্ধারিত সময়ের বেশি দোকান খোলা রাখায় জরিমানা

Facebook
Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতকে দিনব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (০৭ জুন) উপজেলার জাউয়া বাজার ও বড় কাপন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট তাপস শীল।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্য বিধি না মেনে যত্রতত্র ঘোরাফেরা করার দায়ে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৭ জনকে জরিমানা ১২ হাজার ৫ শত টাকা জরিমানা ও নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করে খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৭টি ব্যবসা প্রতিষ্টানে ৩১ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট তাপস শীল ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়