রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ছাতকে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতার শোক প্রকাশ

Facebook
Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন মিয়া। এক শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়ার বিয়োগে জাতি হারিয়েছে একজন প্রকৃত দেশপ্রেমিক। মরহুম পিয়ারা মিয়া ছিলেন আওয়ামীলীগ নিবেদিত প্রাণ। ব্যক্তিগত জীবনে তিনি পরোপকারী, সৎ-পরিচন্ন, সুবিচারক, পরহেযগার ও সাদা মনের মানুষ হিসাবে পরিচিত ছিলেন।

সুজন মিয়া আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক উপজেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আচ্ছা মিযার বড় ভাই এবং কমিউনিটি ব্যাক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান সাকলাইনের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়া।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন করেন তিনি।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধ আলহাজ্ব পিয়ারা মিয়া গত শুক্রবার (০৫ জুন) রাত ১ঘটিকার সময় সিলেটের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয়