সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ছাত্র আন্দোলনে নিহত আমিরের পরিবারের পাশে জামায়াত

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আমির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আমির বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামের মৃত্যু আলতাফ তালুকদারের ছেলে। ছোট বেলায় কাজের সন্ধানে ঢাকায় যান তিনি। পেশায় রিকশাচালক আমির ছাত্র আন্দোলনের মধ্যে জুমার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে পুলিশের গুলি নিহত হন।

সোমবার (২৬ আগস্ট) বিকালে নিহতের গ্রামের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এরপর তিনি নিহতের পরিবারের হাতে অনুদান তুলে দেন। এ সময় নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলা জামায়াতে আমির মাওলানা আঃ মন্নান, উপজেলা জামায়াতে সেক্রেটারি শাহজালাল পেয়াদা।

জনপ্রিয়