শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

ছেলেকে না নিয়ে বাড়ি ফিরবেন না তমেজ উদ্দিন

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
করোনার প্রভাবে মানুষ যখন গৃহবন্দি ঠিক সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছেলেকে আবু বক্কর সিদ্দিককে (৩০) খুঁজে চলেছেন বৃদ্ধ বাবা তমেজ উদ্দিন। এ বিষয়ে ধামইরহাট থানায় তিনি জিডিও করেছেন।

জানা গেছে, ধামইরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডভুক্ত মালাহার গ্রামের তমেজ উদ্দিনের মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছেলে তিন মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। সেই থেকে সন্তানকে দিনরাত বিভিন্ন জায়গায় খোঁজ করছেন।

তমেজ উদ্দিন জানান, ছেলে সম্প্রতি জয়পুরহাটে জেলা ইজতেমা হতে বাড়ি এসে পরদিন আবার বের হয়ে আর ফিরেনি। আসেননি। এক কাপড়ে বাড়ি থেকে চলে যাওয়ায় আজও ছেলেকে খুঁজছি।

করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কেন রাস্তায় বের হয়েছেন এমন প্রশ্নের উত্তরে বাবা তমেজ উদ্দিন বলেন, আমার ছেলে যেমনই হোক সেতো আমার আদরের সন্তান। ছেলেকে খুঁজতে গিয়ে আমার মরন হলেও সমস্য নেই। তবুও ছেলেকে না নিয়ে বাড়ি ফিরব না।

জনপ্রিয়