রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ছেলে-বউয়ের নির্যাতন সইতে না পেরে ফাঁস দিলেন মা

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
নাটোরের সিংড়ায় ছেলে ও পুত্রবধূর নির্যাতন সইতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। সোমবার (০১ জুন)বিকেলে উপজেলার মাঝগ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুলেখা বেগম একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সম্প্রতি প্রেম করে ফাতেমা নামে এক মেয়েকে বিয়ে করেন শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা। এরপর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। রোববার শহিদুল বাড়িতে ছিলেন না। এ সময় জুলেখার সঙ্গে ছেলে ও তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে জুয়েলসহ ভায়রা সজীব ও স্ত্রী ফাতেমা মিলে জুলেখাকে মারধর করেন। ঘটনার পর থেকেই জুলেখা না খেয়ে থাকেন। সোমবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়