Menu
Menu

‘জমজ’ এর জন্য সিরিয়াস মোশাররফ করিম!

Share on facebook
Share on google
Share on twitter

বিনোদন ডেস্ক।।
প্রতিবছর ঈদে একগুচ্ছ নাটক নিয়ে হাজির হন মোশাররফ করিম। কেননা তার নাটক মানেই বাড়তি আনন্দ। পর্দায় তার উপস্থিতি দর্শকদের এক বাড়তি আনন্দ দেয়। আর তার সব নাটকের মধ্যে ‘জমজ’ নাটকের প্রতি যেন চাহিদা থাকে সবার। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা মহামারির কারণে থেমে গেছে বিশ্ব। এর মধ্য দর্শক এই নাটকটি দেখতে পারবেন কি না তা এখনো অনিশ্চিত।

এ ব্যপারে নাটকে পরিচালক আবুল কালাম আজাদ বলেন- ‘জমজ’ এর টিম প্রস্তুত রয়েছে, সুযোগ পেলে ঈদের দিনেও শুটিং করব। আমি ও মোশাররফ করিম ভাই এতটাই সিরিয়াস। ‘জমজ’ নাটকে সবসময় কমেডি ছিল। এবারো নতুন গল্পে কমেডি থাকবে। করোনার মতো একটি বিষয় এতে রাখবো না।

এবার ‘জমজ’ নাটটির ১২তম সিক্যুয়েল তৈরি হবে। নাটকটির প্রধান আকর্ষণ হলো দুই ছেলে একাব্বর ও নেকাব্বর এবং বাবা কদু আজাদ- এই তিন চরিত্রে মোশাররফ করিম একাই অভিনয় করেন। তিনজনের চরিত্র আবার তিন রকমের।

সর্বশেষ