রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

জীবাণুনাশক স্প্রে ব্যবহারে সতর্ক করলো ডব্লিওএইচও

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসের জীবাণু ধ্বংস করতে অনেকেই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করছেন। অনেকে আবার রাসায়নিকের মিশ্রণ তৈরি করে ধোঁয়াও দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মতে, জীবাণুনাশক ছিটানোয় উপকারের চেয়ে ক্ষতি বেশি।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এই ধরনের জীবাণুনাশক না ছিটানোর পরামর্শ দিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ সংস্থাটি বলছে, রাসায়নিকের মিশ্রণ তৈরি করা জীবাণুনাশক স্প্রে করোনাভাইরাস ধ্বংস করতে পারে না। বরং নানা রাসায়নিকের ব্যবহার মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষ করে ফর্মালডিহাইড, ক্লোরিন ভিত্তিক মিশ্রণ, ব্লিচিং, অ্যামোনিয়ামের মিশ্রণ মানুষের শরীরে বিরূপ স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় এগুলো কখনোই ছিটানোর ক্ষেত্রে পরামর্শ দেয়া হয় না। এসব জীবাণুনাশক ছিটানোর কারণে চোখের সমস্যা, শ্বাষযন্ত্র কিংবা ত্বকের সমস্যাসহ নানারকম স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) বিবৃতিতে জানিয়েছে, রাস্তা-ঘাট, অফিস-আদালত ও বিপণিবিতানে জীবাণুনাশক ছিটানো আসলে বৃথা চেষ্টা। কারণ- এতে করোনাভাইরাসের জীবাণু কিংবা প্যাথোজেন মারা যায় না। জীবাণুনাশক যদি প্রয়োগ করতেই হয় তাহলে কাপড় কিংবা ন্যাপকিন ভিজিয়ে সেটা দিয়ে মুছে করা যেতে পারে। -খবর আল জাজিরা ও এএফপি

জনপ্রিয়