মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

জেনারেল হাসপাতালের আইসোলেশনের নার্স করোনা আক্রান্ত

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়াডের্র কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্তবাধায়ক ডা. সোহরাব হোসেন। এ নিয়ে এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছেন ৪০ জনে ।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্য করোনা ভাইরাসে সংক্রমিত এই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন এ দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসে সংক্রমিত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। তবে তাঁকে আইসোলেশন রাখা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্তবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, ইতোমধ্যেই আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি।

জনপ্রিয়