বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

জয়নগরে স্বাস্থ্য বিধি না মেনে লতা নদীতে খেয়া পাড়াপার

Facebook
Twitter

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের লতার নদীতে প্রতিদিন যাএী বোঝাই করে স্বাস্থ্য বিধি না মেনে খেয়া পাড়াপারের অভিযোগ উঠেছে।

স্থাণীয়রা জানায়, করোনা ভাইরাস মহামারী রোগে মৃত্যুর সাড়ি সাড়ি লাশ অন্যদিকে আক্রান্ত বৃদ্ধি পেলেও সচেতন ভাবে চলাফিরা ও বসবাস করছে না অসেচেতন মানুষ ফলে দিন দিন মৃত্যু ও আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা মানছে না কেউ। এমন দৃশ্য চোখে পড়ে কাজীরহাট থানা লতা ও জয়নগর দুই ইউনয়নের মাঝ প্রান্তে লতার নদীতে খেয়া পাড়াপার হচ্ছে স্বাস্থ্য বিধি না মেনেই চলছে খেয়া পাড়াপার।

অভিযোগ রয়েছে মাঝি বৃদ্ধ হওয়ার কারনে সাধারন লোকজন জোর পূর্বক খেয়ায় উঠে বসে থাকে দ্রুত পাড় হওয়ার জন্য। এই খেয়া দিয়ে দৈনিক হাজারও লোকজনের পাড়াপার বলে স্থাণীয়রা জানায়।

জনপ্রিয়