বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঝালকাঠিতে চার’শ মুসলিম পরিবারকে ঈদ উপহার দিল পূজা উদযাপন পরিষদ

Facebook
Twitter

ঝালকাঠি প্রতিনিধি।।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন চারশত মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখা। টেলি কনফারেন্সের মাধ্যেমে রবিবার সকালে (১৭ মে) এর উদ্বোধন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু।

মদোন মোহন আখড়া বাড়ি মন্দিরে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারন সম্পাদক তরুন কর্মকারসহ অন্যন্যরা নেতৃবৃন্দ।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, চিনি, তৈল, দুধ, সেমাই, আলু। ঈদের আগে এসব সামগ্রী পেয়ে খুশি দরিদ্র মানুষগুলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন,‘ বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পরেছে। বেশি দুর্ভোগে পরেছে নিন্ম আয়ের মানুষ। এর মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। তাই ঈদের দিন যাতে নিন্ম আয়ের মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমাদের পক্ষ থেকে এই আয়োজন।

জনপ্রিয়