শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
Menu
Menu

ঝালকাঠিতে নতুন দু’জন করোনা রোগী শনাক্ত, জেলায় মোট ১৯

Facebook
Twitter

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠিতে নতুন করে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নলছিটি পৌরসভার একটি গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা এবং অপরজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সর এক নার্স। এ নিয়ে জেলায় ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার রবিবার (১৭ মে) সকালে এতথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন, ৭/৮দিন আগে করোনা’র হট স্পট নারায়নগঞ্জ থেকে নলছিটির পৌর এলাকার নিজ বাড়িতে আসেন। সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ওহাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। এতে রিপোর্টে পজিটিভ আসে।

অপরদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। তার রিপোর্টেও পজিটিভ আসে।তাঁদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রিয়