স্পোর্টস ডেস্ক।।
শচীন টেন্ডুলকারের এত এত রেকর্ড ভাঙবে কে? প্রায় পুরো ভারত ভেবে বসে আছে বিরাট কোহলিই হয়তো সেই ক্রিকেটার। শুধু ভারত কেন বিশ্ব ক্রিকেটের একটা বিরাট অংশেরও একই ধারণা। আর এ জন্যেই শচীন টেন্ডুলকারের সঙ্গে হরহামেশা তুলনা হচ্ছে বিরাট কোহলির। কে সেরা, টেন্ডুলকার না কোহলি, এই বিতর্কও চলছে। এই বিতর্কে ঢুকে পড়লেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও।
ভারতের সাবেক ওপেনার, এই সময়ের ক্রিকেট-পন্ডিত আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে ওয়াসিম আকরাম সেদিন বলেছেন, যদি মানসিক দৃঢ়তার কথা ধরা হয়, তাহলে কোহলির চেয়ে অনেক এগিয়ে টেন্ডুলকার। খেলোয়াড়ি ক্যারিয়ারে টেন্ডুলকারের বিপক্ষে কম বোলিং করেননি আকরাম, আর সেই অভিজ্ঞতা থেকে মনে করেন কোহলিকে বোলিং করলে টেন্ডুলকারের চেয়ে বেশিবার তাকে আউট করতে পারতেন।
‘ সে (কোহলি) আধুনিক যুগের গ্রেট। শচীনের সঙ্গে কোহলির তুলনা করলে আমি বলবো দুজন দুরকমের খেলোয়াড়। কোহলি অনেক আগ্রাসী, সে ব্যক্তি হিসেবেই বলুন বা ব্যাটসম্যান হিসেবে। অন্যদিকে শচীন শান্ত থেকেও ভেতরে ভেতরে আগ্রাসী, আর শরীরভাষাটা আলাদা। আর একজন বোলার হিসেবে এটা আপনিই পড়তে পারেন’-বলেছেন আকরাম।
টেন্ডুলকার আর কোহলির মেজাজ আলাদা, এটা ভালো করেই জানেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ‘শচীন জনতো আমি যদি তাকে স্লেজ করতাম বা করার চেষ্টা করতাম,সে আরও প্রত্যয়ী হবে। এটা কেবল আমারই ভাবনা, যা ভুলও হতে পারে। কিন্তু আমি যদি কোহলিকে স্লেজ করি, তাহলে সে তার মেজাজ হারাবে। কোনও ব্যাটসম্যান যখন মেজাজ হারায়, সে হয়তো আপনাকে আক্রমণ করতে যাবে আর এখানটাতেই তাকে আউট করার সবচেয়ে বেশি সুযোগ আপনি পেয়ে যাবেন।’
অনেকেই হয়তো নিশ্চিত ধরে বসে আছেন, কোহলিই টেন্ডুলকারের রেকর্ড ভাঙবে। আকরামের এখানে ভিন্নমত। কোহলির পক্ষে টেন্ডুলকারের সব রেকর্ড ভাঙা সম্ভব হবে কি না, এ বিষয়ে তিনি সন্দিহান। ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি ৪৩টি, টেন্ডুলকারের ৪৯-এর কাছাকাছি চলে এসেছেন। খুব শিগগিরই সম্ভবত ওয়ানডেতে সেঞ্চুরির প্রথম হাফসেঞ্চুরিটি হতে যাচ্ছে তার। কিন্তু টেন্ডুলকার আরেকটি যে চূড়ায় বসে আছেন, সেই টেস্ট ব্যাটিংয়ের রেকর্ড-সেখানে কোহলির পৌঁছাতে পারার ব্যাপারে তার সংশয় আছে।
কোহলি সম্পর্কে আকরাম বলেছেন, ‘টেকনিকটা যদি দেখেন, কোনও সন্দেহ নেই বোলারদের রাতের ঘুম এখন হারাম করে দেয় কোহলি। সে দুর্দান্ত রকমের ফিট। সে তার ফিল্ডিং উপভোগ করে এবং একজন অধিনায়কের যা করা উচিত সেটাই সে করে।’
কোহলির এত প্রশংসা করার পরও আকরাম সন্দিহান টেন্ডুলকারের সব রেকর্ড ভাঙাটা হয়তো তার পক্ষে সম্ভব নয়, ‘আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি যা ভাবি তাই বলি। আমি দুজনকে তুলনা করতে পারি না। বিরাট অনেক দূর যাবে, অনেক রেকর্ড ভাঙবে। কিন্তু শচীনের রেকর্ড কি ভাঙতে পারবে? আমার সন্দেহ হয়। এখনও অনেক রেকর্ড তার ভাঙতে বাকি। সে এগোচ্ছে, তবে সময়ই সব বলবে।’