বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঠান্ডা পানি না পেয়ে মাথা গরম, স্ত্রীকে খুন

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
ইফতারিতে ফ্রিজের পানি না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউপির আলমদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেলি আকতার। তিনি একই উপজেলার মনসা এলাকার আহমদ নবীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ছনহরা ইউপি সদস্য আবু তালেব জানান, সন্ধ্যায় ইফতারিতে ফ্রিজের পানি না পেয়ে স্ত্রীকে ইট দিয়ে মাথায় আঘাত করেন ছালেহ আহমদ তালুকদারের বাড়ির বাসিন্দা কামাল উদ্দিন। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী শেলি আকতার। পরে স্থানীয়দের সহায়তায় নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই মেরাজ উদ্দিন বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আনে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়