শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

ডাবিং ছাড়া প্রস্তুত ‘ক্যাসিনো’, এলো পোস্টার

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

‘ক্যাসিনো’ ছবির কাজ শুরুর আগেই এর পোস্টারে হাজির হয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর গত ২৪ নভেম্বর শুটিং শুরু হয়ে তিন ধাপে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারণ।

কাজ শেষে এবার এলো এর দ্বিতীয় পোস্টার। এতে এসেছেন নিরব একা। (০৭ মে) নির্মাতা সৈকত নাসির সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশিত করেছেন। পোস্টারটিতে ফুটিয়ে তোলা হয়েছে ক্যাসিনোর থিম। উড়ন্ত টাকার মধ্য দিয়ে রিভালবার হাতে হাজির হয়েছেন নিরব।

সৈকত নাসির জানান, ছবিটির কাজ প্রায় শেষ। করোনাভাইরাসের আগে দিয়েই এর শুটিং সম্পন্ন হয়। পোস্ট প্রোডাকশনের কাজও শেষের দিকে।

তিনি বলেন, ‘ছবির সম্পাদনা একেবারে শেষ। ডাবিংয়ের কাজটি শুধু বাকি আছে। তাই বলা যায়, প্রায় প্রস্তুতই এটি।’

টিভি সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন বুবলী। তার সঙ্গে একটানা প্রায় ১১টি ছবি কাজ করে ব্যাপকভাবে আলোচিতও হন তিনি। ‘ক্যাসিনো’র মাধ্যমে অন্য নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করলেন এ নায়িকা।

নিরব-বুবলী ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন তাসকিন ও দোয়েল। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। এর মূল গল্প আবদুল্লাহ জহির বাবু লিখেছেন। আর সংলাপে আছেন আবদুল্লাহ জহির বাবু ও আসাদ জামান। ছবির গান কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, সাজ্জাৎ হোসেন ও মার্সেল।

জনপ্রিয়