রূপালী বার্তা।।
ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরের অনেক অংশে প্রভাব ফেলে, তবে সম্ভাব্য অনেকগুলো সমস্যাই কার্যকর মোকাবেলা করা যায় আগে ভাগে ধরতে পারলে। তাই ডায়াবেটিস সম্পর্কিত সমস্যাগুলো আগে চিহ্নিত করা নিশ্চিত করতে হলে ডায়াবেটিস রোগীদেরকে বছরে একবার বা কয়েকবার কিছু টেস্ট করাতে হয়। নিয়মিত টেস্ট করানোর ফলে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য ভালো থাকে দীর্ঘ দিন, মনেও থাকে শান্তি।
১. লিপিড প্রোফাইল: রক্তে কোলেস্টেরল, চর্বি মান অস্বাভাবিক থাকলে হৃদরোগের ও রক্তনালী রোগের সম্ভাবনা থাকে, এটি হলো ডায়াবেটিসের একটি সম্ভাব্য জটিলতা। লিপিড প্যানেল টেস্ট করে রক্তে চর্বির মাত্রা জানা যায়।
২. চোখ পরীক্ষা: চক্ষু চিকিৎসকগণ রক্তে উচ্চমাত্রার সুগার থাকায় চোখের রেটিনাতে কোন ক্ষতি হলো কিনা তা পরীক্ষা করে দেখবেন।
৩. কিডনী টেস্ট: বছরে একাধিকবার যেসব টেস্ট করাতে হয়- মাইক্রোএলবুমিন ও ক্রিয়েটিনিন।
৪. পদযুগল পরীক্ষা: বছরে অন্ততঃ দু’বার দুটো পা পরীক্ষা করানো উচিত, কোনও ফাটাফোটা, ক্ষত, ফোড়া, ঘা আছে কিনা। রক্ত চলাচল কমে গেলে এমন হতে পারে।
৫. হিমোগ্লবিন এওয়ান সি: বছরে তিন/চার বার এ পরীক্ষা করানো ভালো। বিগত দুই থেকে তিন মাসে রক্তে গ্লুকোজের গড় মান এই পরীক্ষা করে বোঝা যায়।
ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।