রূপালী বার্তা।।
বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশে মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৮ জুন) বিএমএ বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মোঃ ইসতিয়াক হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান শাহিন স্বাক্ষরিত এক শোক বার্তায় তারা বলেন, মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেন, সংগঠনটির সহ-সভাপতি ডা. মো. তৈয়বুর রহমান ও শের-ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ মাকসুমুল হক। ডা. এ.জে.এম. এমরুল কায়েস যুগ্ম সম্পাদক, ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত সাংগঠনিক সম্পাদক, ডা. শাহ্ মো. ফজলে রহমান খান বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা. শোভন বাড়ৈ দপ্তর সম্পাদক, ডা. সাইফুল ইসলাম প্রচার ও জনসংযোগ সম্পাদক, ডা. এমডি জাহিদ হাসান সমাজ কল্যাণ সম্পাদক, ডা. শিরিন সাবিহা তন্নী সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক এবং ডা. এমডি বক্তিয়ার আল মামুন গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক।