বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ডা. জাফরুল্লাহকে নিয়ে নতুন করে চিন্তিত চিকিৎসকরা

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা থেকে সেরে উঠলেও শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে।

ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী মঙ্গলবার (১৬ জুন) বিকালে এ কথা জানিয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে এন্টিবায়োটিক দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

ডা. জাফরুল্লাহ সকলের দোয়া চেয়েছেন যেন আল্লাহ তায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।

এই বীর মুক্তিযোদ্ধা বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

জনপ্রিয়