রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঢাকাগামী মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে গজারিয়ার দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার আব্দুল জব্বারের ছেলে মো. কাফি (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে ইমরান (২২)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে চারজন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আর বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে আছে। নিহত মো. কাফি ও আলম বাদশার বাড়ি গাইবান্ধার সাঘাটায় এবং ইমরানের বাড়ি গাইবান্ধা সদরে।

জনপ্রিয়