অনলাইন ডেস্ক।।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন চারজন। বাকি ১২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের আফরোজা বেগম (৩৭), মিরপুরের সামিল উল ইসলাম (৬৩), নারায়ণগঞ্জের মালিকা বেগম (৫০) ও কুমিল্লার রাহিমা আক্তার (৩০)।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন।
একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৮০৩ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ দুই হাজার ২৯২ জনে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।