তজুমদ্দিন প্রতিনিধি ॥
তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য, দৈনিক বাংলার কণ্ঠ ও লালমোহন টুয়েন্টিফোর ডটকমের উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম নয়নের পিতা মোঃ কাঞ্চন মিয়া (৬৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯ টায় চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শশীগঞ্জ গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন ভোলা-৩ সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। এক শোকবার্তা তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।