শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০
অনলাইন ডেস্ক॥
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বরিশালে জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার (২০ মে) সকাল ১১টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন তারা।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয় ও সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। এসময় তিনি সরকারকে ব্যঙ্গ করে গান করেন।
তিনি বলেন, আমরা আন্দোলন করছি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকারের অধীনে নির্বাচন হলে যিনি যোগ্যপ্রার্থী তিনি নির্বাচিত হবেন না। তাই আমরা নির্বাচন তো করবোই না বরং আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচন আমরা প্রতিহত করবো।
জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দন স্বপন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশে গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদ জানানো হয়।
এদিকে সমাবেশ চলাকালে ছাত্রদলের কর্মীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।