কে এম রিয়াজুল ইসলাম, তালতলী।।
বরগুনার তালতলী উপজেলায় প্রথম এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সে গত ২১ মে তালতলী হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়।
শুক্রবার(২৯ মে) রাত সাড়ে ১০টায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।
সে তালতলী হাসপাতালে স্টাফ নার্স(সেবিকা) হিসেবে কর্মরত আছে। উপজেলার টিএন্ডটি রোডে কালিবাড়ি এলাকার বাসিন্দা।
এবিষয়ে স্টাফ নার্স(সেবিকা)বলেন, যখন আমি নমুনা দিয়েছি তখন আমার করোনা উপসর্গ ছিলো এখন নেই। আর আমি এখন বাসায় বসেই চিকিৎসা নিবো।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ১ জন করোনা রোগী শনাক্ত হয়। তিনি তালতলী হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত আছেন। তার সংস্পর্শে যারা এসেছি তাদের নমুনা সংগ্রহ করা হবে ও তার বাড়ি আগামীকাল লকডাউন করা হবে।