বিনোদন ডেস্ক।।
সময়ের দুই জনপ্রিয় মুখ তাহসান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে ‘কানেকশন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিমের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সম্প্রতি এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এরপর অনান্য কাজ শেষে ছবিটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ১৮ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে এই ছবিটি তৈরি হয়েছে নিজ নিজ বাসায় বসে। ফলে এই সিনেমার সূত্রে তাহসান ও মিমের বসবাসের ঘরদোর তার ভক্তদের দেখে নেয়ার অসাধারণ সুযোগ তৈরি হলো।
নির্মাতা রাফী জানান, তাহসান-মিমকে নিয়ে এই কাজটি শেষ করতে তাকে ভিডিওকলে যুক্ত থাকতে হয়েছে প্রায় ১৪ ঘণ্টা! কারণ পুরো কাজটি হয়েছে ভিডিওকলের মাধ্যমে নির্দেশনা দিয়ে।
তাহসান বলেন, লকডাউনের শুরু থেকে ঘরে বসে শুটিং করা যায় এমন আইডিয়া মাথায় ঘুরছিল। মিম তার চ্যানেলের জন্য কাজটি করতে চাইল। গল্পটির ধারণা আমার, পরে নির্মাতা চিত্রনাট্য করেছেন। এভাবেই বাসা থেকেই কাজটি হয়ে গেল।
মিম জানান, সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলটির প্রচারের জন্যই ‘কানেকশন’ ছবিটি নির্মাণ করা। সেই ধারাবাহিকতায় নিজের ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দিয়েছেন।