বিনোদন ডেস্ক।।
গায়ক অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘হঠাৎ বিয়ে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করলেন। নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। ঈদুল আজহায় নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
বর্তমান সময়ের জনপ্রিয় জুটি তাহসান খান ও বিদ্যা সিনহা মিম একসঙ্গে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে কাজ করেছেন। করোনাকালীন তাদের দুজনের শর্টফিল্ম ‘কানেকশান’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও এই জুটির গ্রামীণফোনের বিজ্ঞাপনগুলো প্রশংসা কুড়ায়।
‘হঠাৎ বিয়ে’ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম জানান, ‘নাটকটির কাজ আমরা গত বছরে শেষ করেছিলাম। নির্মাতা চেয়েছিলেন এটাকে ওয়েব ফিল্ম হিসেবে বানাবেন। কিন্তু বিভিন্ন কারণে তা করতে পারেননি নির্মাতা। তাই এবারের ঈদে নাটকটি টেলিভিশনে প্রচারিত হচ্ছে।
‘হঠাৎ বিয়ে’ নাটকটি প্রচারিত হবে আসন্ন কোরবানি ঈদে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে।