রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

তাহিরপুরে নৌকাডুবিতে নিখোঁজের তিনদিন পর ভাসমান লাশ উদ্ধার

Facebook
Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চুনখলা হাওরে নৌডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোঃ স্বপন মিয়া’র (৩৫) লাশ।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রাম লাগোয়া চুনখলা হাওরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। নিহত স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর ছেলে। তার স্ত্রী ও এক শিশু পুত্র রয়েছে।

তিনি সুনামগঞ্জের তাহিরপুরের দুধের আউটা গ্রামে থেকে গত প্রায় ১৫ বছর ধরে হাওর ও সীমান্ত জনপদে ছোট নৌকায় ফেরী করে তৈল ব্যবসা করে আসছিলেন। তিনি কাঠের তৈরী নিজস্ব ছোট নৌকায় ফেরী করে প্রতিদিনের ন্যায় তাহিরপুরের সীমান্ত জনপদ লালঘাটসহ বিভিন্ন গ্রামে তৈল বিক্রি শেষে গত ১৭ জুন বিকেলে দুধের আউটা গ্রামে ফেরার পথে চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়