শনিবার, ২১ মে ২০২২, ০৩:০২ অপরাহ্ন
৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
তৃষিত কবিপ্রাণ
-হেলেন রহমান আঁখি
তুমি যখন এলে
আমার জীবনে
আমি হয়ে উঠলাম
হৃদয়ের ঐশ্বর্যে পূর্ণ!
তোমার কথা বলা, আচরণ,
তোমার আন্তরিকতা আর
তোমার চাঁদমুখের জ্যোতি
আমায় করে তুলল
তোমার…. ই অজান্তে সুখী!
তোমার মুখের দ্যুতি
আমায় দিল এত প্রশান্তি
বিশ্বাস করো – সাত জনমের
দুঃখ আমার গেল ঘুঁচে।
কোন দুর্ভাগ্য বলে হারায়ে
ফেললাম তোমায় আকস্মিক
তুমিও হয়ে উঠলে খেয়ালী
এতটা যে- আমি চাইলেও
আর খুঁজে মেলাতে পারি নে
তোমারে! এ আমার নয়
পরাজয় কিংবা প্রকাশ করছিনে
তেমন কোন ক্ষোভ,
বরং বলছি বিনয়ে
ফিরে এসো আর একবার
ভালোবাসাকে করে স্বীকার।
এতটা দূরে সরে গিয়ে
মেরে ফেলো না আমায়!
বড় তৃষিত কবিপ্রাণ আমার
শুধু কখন তুমি ফিরবে,
তোমার পথচেয়ে।