রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

তৈলাক্ত ত্বকের যত্নে ৩ ফেস প্যাক

Facebook
Twitter

লাইফস্টাইল ডেস্ক।।

এই গরমে তৈলাক্ত ত্বকের অধিকারীরা পড়েন বেশ বিড়ম্বনায়। বাড়তি তেল জমে ত্বকে বাড়ে ব্রণের প্রকোপ। এছাড়া তৈলাক্ত ত্বকে ধুলাবালি ও ময়লাও জমে বেশি। জেনে নিন এ ধরনের ত্বকের যত্নে কোন ফেস প্যাকগুলো ব্যবহার করবেন নিয়মিত।

ডিম, শসা ও পুদিনা: ডিমের সাদা অংশ তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এটি যেমন ত্বকের অতিরিক্ত তেল দূর করে, তেমনি ত্বক টানটান করতেও কার্যকর। একটি ডিমের সাদা অংশের সঙ্গে শসার রস ও পুদিনা পাতার পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পুদিনার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণমুক্ত রাখবে ত্বক। এছাড়া শসা ভেতর থেকে ঠাণ্ডা রাখবে ত্বক।

কলা, লেবু ও অলিভ অয়েল: একটি পাকা কলা চটকে আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে পারে এই প্যাক। পাশাপাশি বাড়তি তেল দূর করে ত্বক রাখবে ব্রণমুক্ত।

বেসন, হলুদ ও টক দই: বেসনের সঙ্গে সামান্য হলুদ গুঁড়া ও পরিমাণ মতো টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি ত্বকে নিয়ে আসবে কোমলতা। বেসন ত্বকের বাড়তি তেল দূর করবে।

তথ্য-টাইমস অব ইন্ডিয়া।

জনপ্রিয়