বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন
১৪ মাঘ, ১৪২৭
তোমার নিরবতা
-মাহফুজা রিনা
অনেকদিন হয়নি লেখা কোনো কবিতা গান তোমার তরে,
গল্প কিংবা কবিতারা সবাই গেছে তোমার কাছে হেরে।
আমার সব গান কবিতা ছিল তোমায় নিয়ে লেখা,
হৃদয়ে রয়েছে তোমার ছবি কল্পনাতে আঁকা।
আকাশ আমাকে দিয়েছে প্রেম, দিয়েছে মনের বিশালতা,
তোমার কাছে হেরেছে সে প্রেম, জিতেছে তোমার অবাক নিরবতা।
তোমার হৃদয়হীনতায় হতাশ আমি, হতাশ আমার মন,
তোমার জন্যই আমার আমিকে পুড়িয়ে করেছি শ্মশান।
তোমার তরে আমার এ মন যেন মরিচীকা খুঁজে চলে,
এ জীবন যেন নিঃশেষ হয়ে জীবনের কথা বলে।
অনুভব করে তোমায় প্রিয় তোমার নামে কবিতা লিখি,
সেই তোমার জন্যই হৃদয়ে আমার বিচ্ছেদের ছবি আকিঁ।
সর্বনাশা জীবনের ছবি দেখেছিলাম তোমার নির্জন নীল চোখে,
অবাক বিস্ময় নিয়ে রব বহুদূরে বিরহ ব্যথা নিয়ে বুকে।