বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ত্রাণ নিয়ে যেন রাজনীতি না হয়: তোফায়েল

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
করোনা পরিস্থিতিতে যার যার সামর্থ মতো দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রিলিফ নিয়ে যেন কেউ রাজনীতি না করে। রিলিফ নিয়ে কোনো রাজনীতি নেই।

মঙ্গলবার (১৯ মে) ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ১০ হাজার পরিবারকে চতুর্থবারের মত খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এখানে শুধু আওয়মী লীগের পক্ষ থেকেই আমরা রিলিফ দিচ্ছি। অন্যকোনো দল হয়তো এখানে রিলিফ দিচ্ছে না। তাই দলমত নির্বিশেষে সব গরীব মানুষ যাতে রিলিফ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রাণ নিয়ে যেন কেউ রাজনীতি না করে।

পরে তার পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু সামাজিক দূরত্ব বজায় রেখে দেড় হাজার পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেন। একই সময় উপজেলার অন্যান্য ইউনিয়নেও দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান মোশাররেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

জনপ্রিয়