আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউনে খাদ্য সংকট মেটাতে ত্রাণ সংগ্রহে ছুটছেন হাজারো মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ত্রাণ সংগ্রহে দেশটির একটি রাস্তায় মানুষের কয়েক মাইল দীর্ঘ লাইন।
খবরে বলা হয়েছে, রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে মইপ্লাস ও স্প্রুইট এলাকার বস্তির বাসিন্দারা ত্রাণ সংগ্রহে জড়ো হয়েছেন। এতে করে দক্ষণি আফ্রিকায় লকডাউনের কারণে দিনমজুর মানুষেরা যে অর্থনৈতিক সংকটে পড়েছে তা প্রতীয়মান হচ্ছে।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশটিতে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫০ জন এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মইপ্লাস ও স্প্রুইট বস্তিতে মূলত অবৈধ অভিবাসীরা বাস করেন বলে জানিয়েছে ত্রাণ সমন্বয়কারীদের একজন মুখপাত্র। সরকারি ত্রাণ পাওয়ার সুযোগ নেই এসব বাসিন্দার।