শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

Facebook
Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোঃ লালন মিয়া (৪৯) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এই প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ সুনামগঞ্জে এক ব্যক্তির মৃত্যু হলো।

সোমবার (২২ জুন) রাত৮ টায় সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। লালন মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ জুন লালন মিয়ার মেডিকেল রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮টায় তিনি মারা যান ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জ ডাঃ মোঃ শামস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জনপ্রিয়