সঞ্জয় ব্যানাজী, দশমিনা।।
সুপার সাইক্লোন আমম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার (৬ জুন) বেলা ১১টায় সেচ্ছাসেবক বেসরকারি সংস্থা এনএসএস ত্রান মানবিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, দাতা সংস্থা ইউকেএআইডি ও স্টার্ট ফান্ডের সহযোগীতায় এবং জাগোনারী লীডে স্থানীয় বেসরকারী সংস্থা এনএসএস’র মাধ্যমে তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদী ভাঙন কবলিত ও সুপার সাইক্লোন আমম্ফান ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার দশমিনা সদর, বাঁশবাড়িয়া ও চরবোরহান ইউনিয়নের হত দরিদ্র, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের ৪’শ ৫০ পরিবারের মধ্যে নগদঅর্থ ও হাইজিনকিট এ সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, এনএসএস প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ও অশুতোষ রায়, স্থানীয় সেচ্চাসেবী সংগঠন অন্বেষা সেবা সংঘের নির্বাহী প্রধান মোঃ মজিবুর রহমান টিটু, উপজেলা এনজিও সমন্বয়কারী পিএম রায়হান বাদল ও স্থানীয় সংবাদকর্মী প্রমূখ।