দশমিনা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ তিনজন করোনা ভাইরাস আক্রন্ত থেকে চিকিৎসা সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেরি ইন্সেপেক্টর মোঃ শাহাবুদ্দিন ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তার ও কাটাখালী গ্রামের মোঃ নাইমুল ইসলাম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের সুস্থ হয়ে ফিরে আসায় চরম দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের সদস্যদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরায় এলাকাবাসীর মনে সাহসের সঞ্চার ঘটছে। অনেকে হতাশার দিক থেকে ফিরে সাহস পাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। এখন তারা করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এটা আসলেই স্বস্তির খবর।